আমি মানুষ ঠকিয়ে মানুষ হতে চাই না
ত্যাগ না স্বীকার না করেও ত্যাগী হতে চাই না
এর চেয়ে বরং মেঘ হয়ে আকাশে ভেসে যাবো
যেখানে থাকবে না কোনো বাঁধা বিপত্তি এমনকি হারিয়ে যাওয়ার ভয়।


আমি মুক্ত হতে চাই
যতটা মুক্ত হলে কেউ আমার নাগাল পাবে না
ঠিক ততটাই আমি মুক্ত হতে চাই মানুষের ভিতর থেকে।


আমার হৃদয়ে হারিয়ে যাওয়ার ভয় নেই
কিংবা বিষাক্ত রক্তে সমুদ্র স্নআনএরও প্রয়োজন নেই
আমি মানুষ ঠকিয়ে মানুষ হতে চাই না
এর চেয়ে বরং আমি অমানুষই শ্রেয়।
জরাগ্রস্ত দেহের ভিতর থেকে এক এক করে খসে পড়বে
বিষাদের সমস্ত বিন্দুগুলো তবুও আমি মানুষ ঠকিয়ে মানুষ হতে চাই না
এর চেয়ে বড়ই আমি অমানুষই শ্রেয়।


আমার মৃত চোখ মানুষের সমস্ত গন্তব্য লক্ষ্য করে
দাঁতে দাঁত চেপে বেঁচে থাকার রসদ খুঁজি মানুষের বিপরীতে
তবুও আমি মানুষ ঠকিয়ে মানুষ হতে চাই না
এর চেয়ে বরং আমি অমানুষই শ্রেয়।