সব কবিতার নাম থাকে না
সব বিরহের উৎস থাকে না
অধিকার হারিয়ে গেলে মূল্যহীন হয় মানুষ। শব্দের ব্যথা এবং ধ্বংসের নীচে চাপা পড়ে মানুষ
বিষাদের সিন্ধু কেঁপে ওঠে আসে আগামী শিশু তাঁদের অধিকার চাইতে পৃথিবীর কাছে।


আমরা দাসত্বের নিয়মে পথ চলি
অভিযোগ নেই কারো বিরুদ্ধে....
পৃথিবীর মানচিত্রে যদি আঁকা হয় নতুন দেশ তবে সব দেশ কি মেনে নেবে তা !
না কখনোই তা মেনে নেবে না ।
দীর্ঘ নিঃশ্বাসে জনজাতি একটাই মাথা উঁচু করে বলে ওঠে আমরা মানবজাতি এটাই আমাদের পরিচয়।


জুপ্ল্যাঙ্কটনের ভেসে যাওয়া দেহের মত
আমরা ভেসে উঠি আবার কখনও ডুবে যায়
শাসকের ব্যভিচারে।
ইতিহাস সাক্ষী থাকেনা কাপুরুষতা প্রাধান্য পায় সত্যতা ভুলে গিয়ে আমরা মিথ্যা মিছিল মিটিংয়ে হাঁটি
কখনও ব্যারিকেড ভাঙি আবার কখনও মানুষ মারি
তবুও আমাদের হুশ থাকে না, যেন আমরা মৃতজীবী প্রাণী।


Copyright Reserved
    20.09.2023