অবরুদ্ধ হৃদয়ের বিষ বাষ্পে ঈশ্বরহীন চেতনা
উদ্ভিদজাতি নিখোঁজ উপবাসনা
সমুদ্রের স্রোতে নির্দয় বালিকা কাঁদে।
মৃত চাঁদের বীজ বুনে বিশ্বাস ভাঙে
নির্জীবের উপাসনা ব্যর্থ বিরোধ
শূন্য রঙে ভাঙে কত প্রজাপতির ডানা।


সূচনাতে মরে যায় কত অধ্যায়ের পাতা
পিঁপড়ের দল ছন্নছাড়া হয়ে সমুদ্র স্নানে যায়
সমস্ত ভেদাভেদ জাতির চোখে মিশিয়ে দিয়ে
জ্ঞান হয় ভয়শূন্যে ভেদাভেদ নিরীহ।


ঝড় আসে না কোনো ঋতুতে
উদাসীন চিঠির পাতা পরিপূর্ণ
কাগজের রঙে চরিত্র চেনা যায়
চোখের জলে সম্পূর্ণ ভিজিয়ে দিলে।


দশ লক্ষ কোটি আকাশের তারা নিভে যায়
মৃত নক্ষত্রের চোখে ক্লান্ত হয়ে
সমস্ত মানুষেরা তাঁদের চলার পথে এগিয়ে যায়
একমুঠো স্বপ্ন বুকে করে নিয়ে।


  Copyright Reserved
     24.09.2023