সমস্ত ঋতুর নীল রক্ত কখনও লাল
ধূসর এলিট্রাফ কাজল ফোঁটা ফুল
বেদনাদায়ক উক্তির কথা শুনে শুনসান শহর
পথে পথে এগিয়ে যাওয়া এলসাজ
একান্ত আপন হয়েও দুঃখ দিয়ে চলে যায় দূরে।


মানুষ একা জীবন চলাও একা
শুধু জীবনের নামটাই পুরোপুরি ব্যর্থতায় ভরা।


এই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়
কেঁচোদের জীবন নিয়ে প্রার্থনা জলতরঙ্গ
মনে আসে আগুনে পুড়ে যাওয়া হৃদয়ে
বনভূমির জন্ম হয়েছিল বৃষ্টির জলপ্রবাহে।


দগ্ধ সভ্যতা নিষ্ঠুর ইতিহাস
বেঁচে থাকার তাগিদে বেঁচে থাকতে চাই
অনুমতি নেই অস্ত্রের নিয়মে ধারালো মূর্খতা
বারুদের কারখানায় বিস্ফোরণ ঘটে নিশীথে।


পরিচয়হীন পাখিদের ডানায় ভর দিয়ে
এগিয়ে চলি অচেনা পথে
একান্ত নির্জনে নীরব বেদনা পুষে।


       Copyright Reserved
             27.09.2023