উদাস দুপুর এক নিঃসঙ্গ স্বপ্ন
বিষণ্ণ বাতাসের মত দোলা দেয় ছায়াঘেরা মানবীর পথে
অত্যান্ত দুর্লভ জিনিস জনতার অরণ্যে দূর হয়
অদম্য চেতনার আঘাতে।


আমি পাখিদের দুর্দান্ত ডানার গতিতে
স্বপ্নদের মৃত হতে দেখেছি


যেমন ভাবে মৃত হয়েছি - হয়তো তেমন দুর্নামের প্রতিচ্ছবির মত।


চোখের শ্রাবণ বিরহের গান আপন হয়েছে
বাকীরা চলে গেছে বহুদূর উল্টো পৃথিবীর পথে।
হাতের সীমান্ত ক্যালিগ্রাফের রেখা কতটা চঞ্চল হ'লে আঁকতে পারে ছবি ?
তার চেয়েও ঢের বেশি চঞ্চল হয়ে দুঃখভরা পৃথিবীর ছবি আঁকি।


এ কেমন ভালোবাসা চেয়েছি আমি !
চোখের আন্দাজে হৃদয়ের পরিমাপ করি
তবুও ক্ষোভ - অজস্র ক্ষোভ বাড়ে।


আগুন এসে পুড়িয়ে দেয় নীরব রাত্রির আকাশভরা তারাসব
যেমন রাজ্য পোড়ে দেশ পোড়ে শাসকদের ব্যভিচারে - তেমন।
চোখের নিমেষে কত স্বপ্ন মিথ্যা হয়
অজস্র মৃত শহীদ মিনারে মিথ্যার মালা দেওয়া হয় জনসমদ্রে...
হয়তো তেমন অপূর্ণ কিন্তু পূর্ণ
জীবিত কিংবা মৃত হতে পারতো
আমাদের সমস্ত অজানা -অচেনা পথচলা।।



     Copyright Reserved
          29.09.2023