এই বৃষ্টিভেজা বিষণ্ণ সন্ধ্যায়
বসে আছি নীরবতায়।
অবাক জ্যোৎস্না সূর্যশিশির শূন্যতা অঢেল বেদনা
ভালো লাগে না পথের কথা।


শহরের অচেনা গলি ভীষণ আদুরে
দিশাহারা মানুষ মৃত চাঁদ পথ খোঁজে না
পথ তাঁদেরকেই খোঁজে...


পারদের থিরাঙ্কে ভাঙে কত অজুহাত
কথা রাখার ভিতর কথা রাখা মানায় না
কত কথা না রেখেও অজস্র মানুষ ভূয়সী হয়ে যায়
মেঘেদের জেলখানায় বন্দী থাকে চাতকের বৃষ্টি মরুভূমি প্রকট চোখে।


কল্পনার পৃথিবীতে বিস্মৃতি আমোদ
ক্ষুধার্ত থাকে কত শিশু ক্ষুধার্ত থাকে কত মা ...?
এই জীবনের চলার পথে ভেসে যায় ঢের নামহারা ঘর
আর নামহারা কোনো তুমি আমি।


পৃথিবীর মাটি ভেজে সর্বহারা মানুষের চোখে
আমরা বহুযুগ মানুষ ছিলাম না বোধহয় !
যেমন কত যুগ অপেক্ষা করলে জীবাশ্মের সৃষ্টি হয়
- তেমন অপেক্ষার মানুষ ছিলাম আমরা।
আলোছায়া পৃথিবীর পথ একদিন মানুষহারা হবে
চেতনার প্রহর জ্ঞানে
আর হারিয়ে যাবে শহর নিখোঁজ সমুদ্দুরে।।


      Copyright Reserved
           30.09.2023