আমি তাকালে ক্লান্ত হয় শহর
ঘুমের ভিতর স্বপ্নযুদ্ধ
মানুষেরা যুদ্ধকরে টিকে থাকে পৃথিবীতে
পাতার জীবাশ্মের পরিসমাপ্তি ঘটে
অর্থরা ছুটে যায় আলোকবর্ষের পথে।


যতটা পথ চললে লক্ষ যোজন দূরের ছবি দৃশ্যমান হয়
ঠিক ততটা পথ হারালে আবছা হয় স্মৃতি।


অবাঞ্চিত সাহারার তৃষ্ণার্থ পথিক পথ খুঁজে পায় না
হৃদয়ের অবগাহনের পথ জুড়লে বিরাট একটা সমুদ্র সৃষ্টি করা যেত
আমি সমুদ্র সৃষ্টি করতে চাইনী
চেয়েছি পাখি হয়ে উড়ে যেতে
চেয়েছি মুক্ত পাখি হয়ে অপরিসীম আকাশে উড়তে।


ক্লান্তিহীন চোখে ব্যর্থ কাহিনী লেখা হয়নি
বিবশ প্রহরে দূরত্ব বাড়ে
বাড়ে মনের সাথে মনের যুদ্ধ।।


   © Abhijit Halder
         06.10.2023