হৃদয়ের ভগ্নাংশে জুড়ে যায় জীবনের সমীকরণ
নির্লজ্জ চোখ অক্টোপাস পরিচয় জানায়
নিষেধ নেই পথ চলতে
কয়েকটি বর্ণহীন শব্দ অর্থের গভীরতা বোঝাতে পারে না ।
ভাঁজ হওয়া শিরদাঁড়া সোজা হয়ে দাঁড়াতে শিখে যায়
তবুও শাসক - শাসনের সম্মুখে মানুষেরা নত
ঘুরে দাঁড়ালেই হয়তো নতুন পৃথিবীকে উপলব্ধি করতে পারতো তাঁরা
কিন্তু নিবিড় অরণ্যের অন্ধকারে শেষ নিঃশ্বাস শেষ হয় তাঁদের।


শেষ হয় স্বপ্ন শেষ হয় তাড়না তাঁদের
অঙ্কের সমীকরণে জীবন মেলে না
নক্ষত্র ঝরে পড়ে তাঁদের হৃদয়ে
আছে নাকি কেউ হৃদয়ের ভগ্নাংশে সমীকরণ জুড়তে পারে ?


মরীচিকার পথে পিঁপড়েরা পথ খোঁজে সমুদ্র স্নানে
কিন্তু সেখানে গিয়ে তাঁরা পায় মানুষের ক্ষয়ে যাওয়া জীর্ণহাড়
যে মানুষগুলো নিবিড় অরণ্যের অন্ধকারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল
তাঁরাই অজানা কোনো ঝড়ে বালির নিচে সমাধিত হয়েছে
শাসক - শাসনের জয়গান এখন তীব্র
একটু ভেবে দেখলেই এর বিপরীত দিকেই আছে সেই অশনি সংকেত শঙ্কিত অধ্যায়গুলো।।


   © Abhijit Halder (Copyright Reserved)
        07.10.2023