ধীরে ধীরে সরে যায় বিকৃত ছায়া
মৃত্যুর চোখে জল
অপুষ্ট ক্ষয় আঘাত পরিপূর্ণ কথা শোনায় অপরাধ
নৌকার রঙে হাসি নেই কিংবা মানুষ অবিদিত
চাওয়ার ফুলে উজ্জ্বলতা থাকে না প্রহরের তিথি নিস্তেজ।



হাসি মুখে দূরে সরে যায় যারা
নীহারিকা ঝরে পড়ে নীরবে জড়তার প্রদীপে।
পাখির বাসা বদলে যায় অবমাননার রঙে।
হৃদয় ভাঙে শব্দহীন গাছেদের শুকনো ডালের মত
আর সমাজের হাতে উঠে আসে সেই টুকরোগুলো।


জলহীন মরু ভিজে যায় চোখের তিক্ত জলে
জনমানবশূন্য শহরে পরমানু যুদ্ধ নৈরাজ্য সৃষ্টি করে।


হিজিবিজি শব্দের কথা বোঝা যায় না
শূন্যতা সুচে গড়া গৃহত্যাগী জ্যোৎস্না।
হৃদয়ের মধ্যবিন্দুতে গ্রেপ্তার হয় নাগরিক
সৌহার্দ্যের ভাষায় উপলব্ধি জাগে না
জাগে শুধু তীব্র ঘৃণা বিবেকের তুচ্ছতা।
দীর্ঘশ্বাসে শেষ হয় আয়ুর সমাধি
মৃত্যুর চোখে জল - পুরোটাই বর্ণহীন
আগে পিছে স্মৃতির ছায়া ভয়ানক নৎস্বাদ।।



© Abhijit Halder
    09.10.2023