সমুদ্র চোখে লুন্ঠিত আকাশ
বিষয়বস্তু সরলতম প্রাচীন রাজপথ
অত্যান্ত জেদি মানুষের হারানোর কিছু থাকে না
শহর রূপ বদলায় রাজপথ পাল্টায়
আর পাল্টায় মানুষের কথা দেওয়া নেওয়ার ভাষা।


নদীর জল কমে গেলে পড়ে থাকে পলি
মানুষ ভুলে যায় বহু অতীত-জীবিত হয় বর্তমান
সম্মুখে সম্মুখে কেবলি দেখছি কারা যেন হাত বাড়ায় !
কোথাও নেই মনুষ্যত্বের লেশমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র পরাজয়
উঠে আসে জ্বলন্ত চুল্লি থেকে নিঃশব্দ আলোড়নে।


গাছেদের দূরদর্শী মানুষের লম্পট জীবন
পায়ের নীচে চাপা পড়ে কত নতুন জীবন
হারানোর ছাপ হৃদয়ের ভিতর সুর হয়ে বাজে
সব চরিত্র বদলে যায় নাটকের রঙ্গমঞ্চে।


আসে না ঋতুরাজ দুঃখ ঘোচাতে
নিভে যায় আলোর প্রদীপ গাঢ় অন্ধকারে
দৌরাত্ম্য ছায়া ছুঁটে ছুঁটে আসে
এর চেয়ে মন্দ ভালো বিরক্তির চেয়ে।


© Abhijit Halder
    18.102023