সব ধ্বংসপ্রাপ্ত বিতর্ক
দগ্ধ হয়ে যায় বিধ্বংসী।
পৃথিবীর ভাঙা পথ ক্ষয়ে যাওয়া ঋণ
পলায়ন রাত্রির বুকে আঘাত হানে।


চলার পথ বাকি থাকে প্রতীক্ষায়
অজানা বক্তব্য অধিকার চাই সংগ্রামের
অবিকৃত নিয়মের সংকল্প উপসংহারের মত
ভূমিকাতে স্থান পায় না অবজ্ঞায়।


পড়ন্ত বিকালে গন্তব্য বদলে যায়
শহরের পথে পথে দুঃসংবাদ
মানুষ আসে মানুষ যায় শূন্য হাতে
সময় বয়ে যায় একরোখা ধ্রুব সত্যে।


নামের অর্থ নামান্তর ক্ষুদ্র কীট দলবদ্ধ
সমাজচ্যুত মানুষের অধিকার থাকে না
থাকে না চাওয়া পাওয়া শ্রীবৃদ্ধি
পড়ে থাকে শুধু একগুচ্ছ অবসাদ।


© Abhijit Halder
   19.10.2023