সময় ফুরিয়ে যায় একরাশ অবসাদে
বিবেকের পূর্ণ পথে।
মুক্তির সংগ্রাম আসে যুদ্ধের ভিতর থেকে
তারপর তারিখের পর তারিখ আসে
একনির্জন সভাসদে।


পাহাড়ের পথ ধরে সাগরের বুকে নীহারিকার পতন
নক্ষত্র রাত্রির মতো জীবনটাকে কাটিয়ে মনে পড়ে অসংখ্য শব্দের অর্থ
বারুদের গন্ধ বাতাসে ভাসে দীর্ঘশ্বাসে
তবুও সুদীর্ঘ চলার পথ সত্য চিরন্তন।


পথের পথিক পথ খুঁজছে একান্ত অবকাশে
ফুরিয়ে যাওয়া সুরভী মানুষের চোখে বিভ্রান্ত সৃষ্টি করে
জাহাজের গতি নিদির্ষ্ট পথ ধরে চলে
কত ঠিকানা স্থায়ি থেকে নিঃস্ব হয়ে যায় তার হিসেব থাকে না মানুষের কাছে
তবুও এক আকাশ তারা সমান কল্পনার পৃথিবীতে বিস্মৃতি হয় হৃদয়ের অবকাশ।


জানি না বুঝি না নিয়মের নিয়তি
তবুও সুদীর্ঘ পথে চলতে হবে একাকী।
মুক্তির সংগ্রাম আসে রক্তের স্রোতে
তারপর একদিন নীরবে হারিয়ে যায় মানুষ।।


© Abhijit Halder
   01.11.2023