চোখমেলে মুক্তিদান প্রার্থনা
চিএ স্থির উপবাস মনের গভীরে আলো হয়ে জ্বলে মনের নাম চঞ্চলা হৃদয়ের নাম প্রেম
জলবায়ু বদলে যাওয়া আবহাওয়ার পরিবর্তনে।
একগুচ্ছ অবকাশ হৃদয়ের ভিতর বেড়ে ওঠে।


অর্ধচন্দ্র অবগাহন সমুদ্র ঢেউ
সম্পূর্ণ জয়ের মেঘরাশি আজন্ম আতঙ্কা
অল্প অল্প মেঘগর্জন উন্মাদ বুদবুদ।


চলতে চলতে মানুষের ভিন্নতা বোঝা যায়
এই অনুরাগ অজস্র জন্মের রঙমিছিল
দৃষ্টিহীন এই বিষাদের রাত্রি অবহেলা
নক্ষত্র ক্ষয়ে যায় ক্ষুদ্র ক্ষুদ্র পৃথিবীর বিপরীত।


বন্যা বয়ে যায় চোখের সমুদ্রে
জন্মলগ্ন বিলম্ব মেঘরাশি চেতনাশূন্য
ভিজে যাওয়া চোখের পাতার রাত্রির ছায়ারেখা
মনে হয় অদ্ভুত কোনো শিল্পী এঁকেছিল জীবনের ছবি।।


© Abhijit Halder
    07.11.2023