এই সময় নিভৃত অবগাহনে পেরিয়ে যায়
বিনিদ্র অবকাশের সমীকরণে।
ভাগ্যের নাম বেরঙীন
কতটা সমুদ্দুর পেরিয়ে একটি পাখি উড়ে যায় আকাশের দিকে
নাকি ধ্রুবতারা সংকট এনে দেয় স্মৃতির পাহাড়!


পাখি জন্ম ধীর বাস্তব
একান্ত বিপন্ন মুহূর্তে বাঁচার তাগিদে চঞ্চল আঁখি
সম্পূর্ণ হৃদয়ের গভীরে ভারত মহাসাগরের জল খসিয়ে এগিয়ে যায় যুদ্ধ জাহাজ
থাকে না পরিচয় থাকে না কোনো সুনির্দিষ্ট গন্তব্য।


মানুষ মানুষের জন্য - পাখি পাখির জন্য
এই বেঁচে থাকা চিরসত্য।
পাখি উড়ে যায় - মানুষ হারিয়ে যায়
কোনো খোঁজ থাকে না
পাখি উড়তে পারে কিন্তু মানুষ উড়তে পারে না।
- এই পৃথিবীর অনেক সুন্দর চিরস্থায়ী জিনিসও একসময় ক্ষয়ে যায়
অবগাহনের রোদ্দুরে বিষণ্ণ রাতের অন্ধকারে আলোর সন্ধানে।।


© Copyright Reserved
   - Abhijit Halder
      09.11.2023