কয়েকটি শীতের দিনে গাছেদের পাতার রঙ বদলে যায়
আকাশের দিকে চাঁদের আলো নিস্তব্ধ প্রহরী
সমস্ত পাখিরা চলার পথ ত্যাগ করে ভীরুতায়।
জন্ম থেকে জন্ম ধরে ছলনা
সূর্যের রঙে ভাঙে মানুষের হৃদয়
পৃথিবীর ছায়া এক আকাশ ভালোবাসায়।


অস্তিত্বের গহ্বরে হারিয়ে যায় মানুষ একদিন।
এ কবিতা পাখির মতো খাঁচায় বন্দী নয়
আজকাল পকেটের ভিতর থাকা বন্দী নোটও বদলে যায়
সময় কি টিকে থাকার রসদ বাড়ায়
নাকি ছেড়ে যাওয়ার বাহানা জোগায়!


ব্যাক্তিগত ইমোশনে ---
চোখের অবকাশে সমুদ্রের জলের রাশির ভয়
কিংবা সে ভয় পুড়ে যাওয়ার
মানুষ একা একা পুড়তে পারে না
পুড়তে হলে প্রথমে দাহ্য বস্তু হতে হয়
তবে কি মানুষ দাহ্য বস্তু হতে চেয়েছে!!


মানুষ বিক্রি হয়েছে জেনে
বড় বড় নাম কামানো সাংবাদিকেরা রঙবেরঙের কার্ড গলায় ঝুলিয়ে খোঁজ নেয়
অর্থের পরিমাণে জানতে চায় - এবং একসময় লিখে নেয় অনুশোচনায় ভর্তি উদারতা।
এই অনুশোচনা অনেক আগে ভুলে গেছে যারা
তারা অনুশোচনায় ভুক্তভোগী হয় যায় এখন।
এ দোষ মানুষের -- একান্ত নিজের নিজে'ই
ভেবে দেখলে তো আর মানুষ বাঁচতে পারে না
আর সেখানে প্রয়োজন ব্যাক্তিগত ইমোশন।।


© Copyright Reserved
     - Abhijit Halder
         13.11.2023