অন্ধকার ছায়ারাত্রির পথ পেরিয়ে এসেছি
একশো মৃত কাঠগোলাপের পাপড়ি দুপায়ে মাড়িয়ে।
জায়গা নেই ফেলে আসার - জাল বোনা স্বপ্নের
বিধর্মী রাষ্ট্রের বীজ বুনে হারিয়েছি নক্ষত্রের আলো।


আইনের বিরুদ্ধে সংগ্রাম আমাদের গৃহত্যাগী মানুষের
রক্তাত্ব অ্যাকুলতা শূন্যের হৃদয়ে গুমড়ে নষ্ট হয়।
পৃথিবীর কাল্পনিক মেরুদণ্ডে হয়তো আমাদের বসবাস
জীর্ণতাবাদের তাজা অশ্রু চোখের নদীতে জমিয়ে।


অস্তিতবকাল অবহেলার কথা শুনেছি
নিদ্রাহীন দীর্ঘশ্বাসের অবসাদে।


    ২৮.০৮.২০২৩
Copyright Reserved