শেষ স্মৃতিচিহ্নটুকু স্তব্ধ
মাথাজোড়া শূন্যস্থান আমাদের
অভিলাষে ধরা যায় না মানুষের আত্মমর্যাদা
শোষণের হর্ষচরিএ স্তিমিত।
নীল অরণ্যের পথ দিয়ে হলুদ সময়ের শৃঙ্খলা
মনে হয় আলোকবর্ষের পথে চলে গেছে স্বাধীন।


আমাদের ভাগ্য পুড়ে যাওয়া ছাই
সৌহার্দ্যতা নেই স্বপ্ন নেই , নেই কোনো চাওয়া পাওয়া
উদারতার ভাষা বুঝি না
ভাগ্যের কাছে হেরে যায় অবিরত।


দীর্ঘ বিশ্বাস নির্মলের মেরুদন্ড ভেদ
স্থায়ীতে বোঝা যায় মানুষের চরিত্র
বোঝা যায় স্নিগ্ধ আত্মপ্রলাপের অনুতাপ
আর ভালোথাকা পেশাযুক্ত মনোভাব।
অবগাহনে অবগাহনে নিমন্ত্রিত প্রহর
সর্বভুকের হৃদয়ে হারিয়ে যায়।
শেষ স্মৃতিচিহ্নটুকু স্তব্ধ - পড়ে থাকে অবহেলায়
আর মানুষ হারিয়ে যায় একদিন নিভৃত নিস্তব্ধায়।।


© Copyright Reserved
     Abhijit Halder
      21.11.2023