নতুন শহরের রাজপথে হেঁটে চলে যায় কয়েকটি পরিচয়হীন মানুষ
তাঁদের লক্ষ্য করলাম - হাবভাব মানুষের মতো হলেও তাঁরা মানুষ হতে চাইনি
কেন মানুষ হতে চাইনি সে কথা জানতে পারিনি!!
রক্তের সম্পর্ক ভালোবাসা ভাঙচুর
ফেলে আসা স্মৃতিমন্থর সবই বৃথা - বৃথা হয় জীর্ণহাড় এমনকি প্রিয়জন।


চোখের ভিতর সমুদ্র সংগ্রাম
আমাদের পরিচয় মাটির সাথে অনেকটা রঙহীন
যেমন শহরের পরিচয়হীন মানুষ ঠিক তেমনি অনেকটা।
প্রস্থান নয় বিচ্ছেদ নয় নয় অবসাদ
দূর থেকে বহুদূরে পৃথিবীর সাদৃশ্যতা রক্তে ভেজা রজনী
মানুষ মানুষের সম্পর্ক ঠিক পাখি পোষার নীড়।


কাঁদের কথা বলছি হৃদয়ের সঙ্কোচের
নতুনের পথে অনন্ত জাগে মধ্যনিশীথের দিবাস্বপ্ন পলায়নে।
এ মৃত্যুর বিদ্রোহ আমাদের দেশে দেশে
আর কোটি কোটি শামুকের পথ বদলে যায় থেঁতলে যাওয়ার ভয়ে।
আমরা তো শামুকের থেঁতলো মাংসের খোঁজে
জীবনের দিক পরিবর্তন করি অনেকাংশে।
ইদানিং অনেক অনেক রঙহীন জাহাজের গায়ে দেখি
যুদ্ধের শিরোনাম বড় বড় অক্ষরে লেখা থাকে।।


  © Copyright Reserved
         Abhijit Halder
           23.11.2023