বৃষ্টিতে ভিজে গেছে জীবনের আঁকা ছবি
অর্থহীন অনুশোচনা আমাদের
অনাবৃত আকাশে মিশে গেছে রংধনু।
মিছে মিছে স্বপ্ন বোনা আমাদের
অগ্নিপরীক্ষা বৃথা অবকাশ অবমাননা।


পাশাপাশি গাছেদের মধ্যে যে দূরত্ব বজায় থাকে
তা মানুষের জন্য নয় !
ধুলোয় উড়ে যাওয়া সময় আমাদের
অজস্র জোনাকির হৃদপুষ্ট নিয়ে প্রশ্ন
কাটিয়ে সংশয় তবুও দীর্ঘ সময় একভাবেই বয়ে চলে।


কয়েকটি বৃষ্টির দিনে আকাশে রঙবদল মেঘেদের
হারিয়ে যাওয়া সভ্যতায় অতীতের জীবনী সম্পূর্ণতা পায় না
মনের ভিতর ভেসে ওঠা দীর্ঘশ্বাস আর নিস্তব্ধতায়
পাতা ঝরে যাওয়ার বাহানা বানায়।
আমাদের পরিচয় একান্ত নিভৃতে
ছেড়ে চলে যায় দূর থেকে বহুদূরে।।


© Copyright Reserved
     Abhijit Halder
       24.11.2023