এখানে আকাশ মিশে যায় হৃদয়ের গহীনে প্রতিধ্বনিত সুরে বিরহের গান বাজে অবিরত।
মানুষের নিয়মে আধিপত্য থাকে বেনামী
সাফল্যের সিঁড়ি বেয়ে নেমে এসে মনে হয়
পুড়ে যাওয়া জীবনের অধ্যায় সবচেয়ে মূল্যবান বস্তু
তারপর মনে হয় একাকী হেঁটে চলার ভিতর যে অনুভব থাকে তা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা বৃথা।


মনের সন্ধি বিচ্ছেদ কেটে গেলে নেমে আসে ঘোর অন্ধকার
তারপর হতাশা বেনিয়ম এমনকি ভয়ের লেলিহান শিখা পাছে ধরে মানুষকে।
খুব সুন্দর বস্তুর বিলাসিতা দিয়ে বিচার করে দেখতে গেলে মানুষ তার চেয়ে ঢের বেশি বিলাসিতা দেখায়
এমনকি তাতে মানুষের আধিপত্য বেড়ে যায় পৃথিবীর কাছে এমনকি সমাজের কাছে।


নীল প্রজাপতির ডানা মেলে উড়ে যায় স্মৃতির পাতা ভরা হৃদয়ের ডায়েরির পাতা উল্টিয়ে দেখলে মনে হয়
মানুষ একটি কীটের চেয়েও বেশি কিছু নয়
টিকে থাকার লড়াইএ মানুষ জয়ী
সবাই তো আর টিকে থাকতে পারে না
যারা টিকে থাকতে পারে তারাই পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করে সমস্ত কিছুকে তুচ্ছ ভেবে।।


© Copyright Reserved
     Abhijit Halder
       26.11.2023