একমুঠো স্বপ্ন জুড়ে মানুষের অস্তিত্ব
সাজানো গোছানো....
জন্ম - মৃত্যু ধরে এগিয়ে চলা
তবুও শেষ হয় সময় শেষ হয় স্বপ্ন
মৃত স্বপ্নের রেখা ধরে মানুষের অস্তিত্বের অবকাশ
শেষ গান শেষ কবিতা শেষের মানুষ বিফল।


যদি বলি শেষ সময়ে দীর্ঘশ্বাস জুড়ে মানুষের অবদান
তবে নীলআকাশের রঙ বদলে হয়ে যায় গাঢ় কালো
যে কালোর ভিতরে জগতের আলো লুকিয়ে থাকে
সেই কালো শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ প্রশ্নের পাশে প্রশ্নচিহ্ন(?)


রক্তমুকুট পাবার আশায় মানুষ এগিয়ে চলে
সাগর মরু অরণ্য পর্বতমালা আকাশ এমনকি স্বর্গ ও নরক পেরিয়ে
আসলে মানুষ কি পেতে চেয়েছিল !!
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম পেরিয়ে
নাকি জন্ম-মৃত্যু খুঁজেছিল দীর্ঘ সময় অপব্যয় করে।
গ্রহণকারী নয় আমরা নয় দাতা
আমরা একমাত্র আশ্রিতা - অসংখ্য খন্ডে খন্ডে বিভক্ত
তবুও জীবনের সমীকরণ মেলাতে পারি না
আসলে জন্ম - মৃত্যু বিধাতার খেলা।।


© Copyright Reserved
       Abhijit Halder
          27.11.2023