নীল আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন বোনা
অজস্র স্বপ্ন মৃত হয় আর তারাদের বিচ্ছেদ ঘটে নক্ষত্রের পতনে।
পথ নীরবে দাঁড়িয়ে থাকে একা
ব্যস্ততম সমাজ উঠে আসে পৃথিবীতে।


মানুষ মানুষকে ভুলে যায় দিন শেষে
থাকে না কোনো সময় বাকী
প্রশ্বাসের ভিতর আসে বিষের বাতাস
চোখে মুখে হতাশা আর ভয়ের রেখা প্রকট হয়ে।
সমুদ্রের গভীরতা জুড়ে রয়েছে মানুষের বিষণ্ণতা
আগামী সভ্যতার ইতিহাসে অমরত্ব বন্দীদশা।


গাছেদের বিহ্বলতা জুড়ে স্বাধীনতা নেই মানুষের হৃদয়ে
তবুও গাছেদের জীবন স্থির
আর মানুষ চঞ্চল অভিমানী প্রাণী চিরকাল।
কল্পনার ভিতর লুকিয়ে থাকে তিরস্কার চেতনা
অন্ধকার স্বর্গ খুঁজতে অপূর্ণ বুকের উপর অশ্রু ঝরে মানুষের।
একদিন পথ জীর্ণ হয় ক্ষয়ে যায় সময়
মানুষ হারিয়ে -পড়ে থাকে শুধু একগুচ্ছ শেষ স্মৃতিচিহ্ন
আর উঁচু উঁচু অট্টালিকা সব ধ্বংসপ্রাপ্ত স্তূপে পরিণত হয় সময় শেষে।।


© Copyright Reserved
      Abhijit Halder
        29.11.2023