কবিতার জন্য সমস্ত উপলব্ধি
এই কবিতার জন্য সমস্ত ত্যাগ মেনে নেওয়া আমাদের চিরকাল
চোখের প্রহরে জাগে রাত্রি যাপন
বিরহের বিরুদ্ধে কবিতার বাক্য বিপ্লবের পথে এগিয়ে চলে।


কবিতার জন্য পৃথিবীর সমস্ত ভালোবাসা হৃদয়ে বহন করা
এই কবিতার জন্য সমস্ত দুঃখ কষ্ট বেদনা মাথা নত করে মেনে নেওয়া আমাদের চিরকাল।
পথ চলতে চলতে হাতের আঙ্গুল ছেড়ে দিলে শূন্যতা থাকে
অবহেলা পেয়ে যারা দূরে গেছে বহুদূরে তারা আর কোনদিন ফিরে আসেনি
তবুও ফিরে এসেছে তারা, যারা কবিতার ভাষা বুঝেছে
বুঝেছে এই পৃথিবীর সৌন্দর্য আর রাত্রির নিস্তব্ধতা
তারা কঠিন হৃদয়ে ফিরে এসেছে বেঁচে থাকার অদ্ভুত আশা জিইয়ে রেখে।


কবিতার জন্য সমস্ত প্রাপ্তি জনসমাজে মাথা উঁচু করে দাঁড়াবার
এই কবিতার জন্য মানুষে মানুষে প্রেম ভালোবাসা
এই কবিতার জন্য সমস্ত নিবেদন অর্পণ করা
এই কবিতার জন্য আগামী চিরস্থায়ী হতে চাই
এই কবিতার জন্য সমস্ত অন্যায় ব্যভিচার রুখে দেওয়ার
এই কবিতার জন্য স্বাধীনতার বিপ্লব জাগে মানুষের অন্তরে অন্তরে
এই কবিতার জন্য সমস্ত জয় পরাজয় একটিই মেনে নেওয়া।


কবিতার জন্য সমস্ত উপলব্ধি জাগে শুকনো মরুভূমির মতো জীবনে
এই কবিতার জন্য পৃথিবীর সমস্ত ভালোবাসা হৃদয়ে লালন করা।।


Copyright Reserved
   Abhijit Halder
     02.12.2023