অজস্র জন্ম পার করে এসেছি আমি জীবিত মানুষের মগজের কোষে
এই পৃথিবী বিস্মৃতি ঘটেছে পথে প্রান্তরে
যে পাখি পোষা হয় সেপাখি একদিন উড়ে যায় খাঁচা ছেড়ে।
এই কবিতার সমস্ত ভালোবাসা হৃদয়ে লালন পালন করে বড়ো হয়েছি সময়ের নিয়মে
যে সময় একদিন মুছে যায় সেই সময়ই বড় চিরস্থায়ী ছিল জীবনের সাথে একদিন।


পৃথিবীর সমস্ত প্রশংসা একদিন শেষ হয় স্বপ্ন বুনতে বুনতে
সমস্ত স্বপ্ন সত্য হয় না - কিছু কিছু স্বপ্ন সত্য হয়
আর বাকী অজস্র স্বপ্ন মৃত হয় চোখের ভিতর কিংবা হৃদয়ের গহীন বালুচরে ঘেরা অরণ্যে।
কবিতা মানুষের জন্য যুদ্ধ করে - অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে --
রক্ত নদী দিয়ে ভেসে যাওয়া বিপ্লবীর পোশাকে মিশে থাকে স্বাধীনতার স্বাদ
যে স্বাধীনতার স্বাদ সবার ভাগ্যে থাকে না
সে স্বাধীনতার স্বাদ একমাত্র বিপ্লবীর পোশাকে অন্তর্নিহিত থাকে চিরকাল।


ভারত মহাসাগরের বুক ছাড়িয়ে চলে যায় ভালোবাসার জাহাজ বিদেশে
নিরক্ষরেখা ধরে এগিয়ে গেলে পড়ে থাকে মাস্তুলের শেষ স্মৃতিচিহ্নটুকু
কেউ কেউ আবার কখনও সমুদ্র দেখেনি
আমিও কোনোদিন বাস্তবে সমুদ্র দেখিনি
সবাই তো আর সমুদ্র দেখতে পারে না
কেউ কেউ নিজের হৃদয়ের ভিতরে সমুদ্রের চেয়েও বড় কিছু বানিয়ে নেয়
হয়তো আমি ভারত মহাসাগর বানিয়ে নিয়েছি
যে মহাসাগরের বুক দিয়ে অজস্র জাহাজ চলে যায় বহু দূরে।।


    Copyright Reserved
       Abhijit Halder
         03.12.2023