আমাদের পথ চলা দীর্ঘ জীবনের
ডিসেম্বরের বৃষ্টির দিনে ভেজা পথে উড়ে যাওয়া আশ্রয়হীন প্রজাপতির মতো।
মেঘের রঙ বৃষ্টির আভাসে পাওয়া যায় না মরুভূমির মরীচিকার ব্যামো
কয়েকটি পিঁপড়ে নদীর উপর ঝরা হলুদ পাতার ওপর উঠতে গিয়ে বারবার অসফল হচ্ছে
তবুও অসফল হচ্ছে...
আমাদের পরিচয় ঠিক অসফলের মতো দীর্ঘকাল এগিয়ে চলে।


মানুষ মানুষের কথা রাখে না চিরকাল
মনুষ্যত্বহীন সমাজে নিষিদ্ধ শব্দের অর্থ দিয়ে গড়া হয় বাক্যের বসতভূমি।
এই কবিতার জন্য সমস্ত ত্যাগ পৃথিবীর বিপরীতে বেঁচে থাকার অভিনয়
বিষণ্ণ সমুদ্র অবমাননার মতো তবুও বেঁচে থাকা চিরসত্য চিরসুন্দর।


আমাদের পথ চলা দীর্ঘ জীবনের
শীতের রাতে ছায়াঘেরা অরণ্যের অন্ধকারে দেবদারু গাছের দীর্ঘশ্বাসে মৃত্যুদণ্ড মানুষের।
এই কবিতা মানুষের জন্য
এই বাক্য মানুষের চোখে বিপ্লবের বিজয় মিছিলের অগ্নিজোয়ার বয়ে আনার জন্য।
এই কবিতার জন্য বেঁচে থাকার অস্তিত্ব মানুষের
এই কবিতার জন্য চিরকাল আমৃত্যু উপাসনা তবুও কবিতার পোড়া ছায়ে আগামী দিনের আলোকিত পথে মানুষ হেঁটে যাওয়ার চিরত্ব খুঁজে পায় শূন্যতার মাঝে দার্শনিক তত্ত্বে।।


Copyright Reserved
   Abhijit Halder
    07.12.2023