স্বপ্নজয়ের পথে হেঁটে গেলে কিছু থাকে না অবশিষ্ট
জীবনের সব পথ সমান নয়
কোথাও উঁচু নিচু আবার কোথাও আঁকাবাঁকা নদীর মতো।
জীবনের অহর্নিশ -এ আমি আলোর অনুসন্ধান করি প্রতিনিয়ত
স্বপ্নের ভিতর হয়তো স্বপ্ন থাকে না
থাকে সেখানে মৃতের ক্ষয়ে যাওয়া কয়েকটি হাড়ের টুকরো।


আমাদের পথ চলা দীর্ঘ গন্তব্যের
তবুও আমরা দীর্ঘ পথ চলতে পারি না
অজস্র বাঁধা বিপত্তির সম্মুখীন হয়ে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি
তবুও শেষমেষ সেই গন্তব্যে পৌঁছাতে পারি না।
মানুষের জীবনের সরলতম পথগুলো অব্যববহারের ফলে বিলীন হয়ে যায় একসময় শব্দহীন হৃদয়ে বিষাদের ছায়া ফেলার মতো।


মানুষ মানুষের জন্য - এ কবিতা পাখির চেয়েও তীব্র দুঃখের কথা বলে
নক্ষত্রের নিস্তব্ধ হওয়ার কথা বলে
পালকের ঝরে পড়ার কথা বলে
মানুষের দুঃখের কথা বলে।
তবুও জানা যায় না দুঃখ বেদনার কথা
জানা যায় না ছাএ মিছিলের ভিতর থেকে কতজন ছাত্র নিখোঁজ হয়
কিছু জানা যায় না - কিছুই জানা যায় না।
ছেড়ে যাওয়ার স্মৃতিচিহ্নও পাওয়া যায় না
কেননা স্বপ্ন জয়ের পথে এগিয়ে গেলে কিছু আর অবশিষ্ট থাকে না।।


Copyright Reserved
   Abhijit Halder
10.12.2023