বৃষ্টি নামলো আকাশকে উপেক্ষা করে
অবনত হল মেঘের সমস্ত রাশি;
অবাচ্য মনের গহাল
অবস্থান্তর ঘটলো মেঘের আড়ালে।
সেদিন স্বপক্ষ চলে গেলো দূরে
স্বয়ম্ভর আবেশের বলে,
অতি অল্প মুখের স্বর
থেমে গেলো ঐদিন অপলকে।


আবারও বৃষ্টি নামলো খোলা চোখে
অন্তর্হিত কল্পনার জলছবি হয়ে;
রূপকথার মঙ্গল অভিযানে নেমে পড়লাম সেদিন
অবসাদকে পিছনে ফেলে,
ঘন গাঢ় কালো মেঘ জমছে হৃদয়ে
জন্মভূমির মাটির স্পর্শে,
তফাৎ কে তন্দ্রা যশস্মী করে
ভেসে যাচ্ছি তব মহার্ঘ জলে।


   ০৭/০৮/২০২১