জীবনের অবসর এই কবিতার কথা
ভাবনার সমুদ্র চিত্রের নীচে আছে ধুলোর রেখা।
অজস্র জন্ম ধরে হাহাকারের ভিতর থেকে মানুষকে হেঁটে যেতে দেখেছি
অমানুষকে মানুষ হতে দেখেছি।


কবিদের যুদ্ধ চলছে লেখার খাতায়
নাম বেনামী ভাষায় ভাষায়।
আমি রোদ জ্বলা দুপুরে শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলতে দেখেছি
অবসর নেই তাঁদের জীবনের ক্রীয়া দৌড়ে।


এই পৃথিবী মানুষের কথা মনে করিয়ে কাঁদে
তুমি ভালোবাসো বোঝোনাকো শ্রমিকদের হাড় ফাটা খাটুনিতে!!
নেই শহরের পথে পুরানো রাস্তা'গুলো
টিমলাইটের আলো আর ট্রাম চলে যাওয়া সংকেত! সিলেবাসে মনোযোগ দিয়ে এখন অভাবী
এমন অভাবী যার বিরুদ্ধে সেও নিজের নিজে অভাবী।