অচেনা কোনো এক দেশে
চলো যায় আমরা সবাই
সেখানে গিয়ে মনের সুখে
বসত গড়ি নদীর তীরে।


অচেনা কোনো এক দেশে
আছে পাখি হাজার হাজার
লাল নীল সাদা হলুদ
উড়ে যায় ডানা মেলে।


অচেনা কোনো এক দেশে
জলের বুকে শালুক ফোটে
মাঠের ধূলো ভরা পথে
দেখা যায় ধানের সোনার খেত।


অচেনা কোনো এক দেশে
ঝরছে পাতা টপাটপ,
ডাকে ফাগুন হাত বাড়িয়ে
নীল আকাশের মেঘ হয়ে।


অচেনা কোনো এক দেশে
ঘাসের উপর শিশির জমে,
পাহাড়ের উঁচু সীমা থেকে
দেখা যায় বিশ্ব ভুবন।


অচেনা কোনো এক দেশে
জোনাকির আলো চোখে জমে
অন্ধকার রাত্রি এসে
ভয়ে চলে যায় দূরে।


অচেনা কোনো এক দেশে
মৃদু বাতাস বয় দিবারাত্রে
মনের সব জমা ব্যথা
নিয়ে যায় প্রজাপতি এসে।


অচেনা কোনো এক দেশে
সাদা গোলাপের পাপড়ি
লিখে যায় মনের কথা
গ্রীষ্মের ভরা দুপুরে।।


   ০৪/০৫/২১