শীতঋতু আসতে এখনো দেরি
কীটপতঙ্গদের ডানায় জমে গেছে অক্টোপাস মানুষের প্রহেলিকা বেহিসেবি পথ শব্দ তরঙ্গ হুমড়ি খেয়ে ভেঙে পড়ে পথের মাঝে
অক্টোপাসের হৃদপিন্ডের সৌহার্দ্যতা দিয়ে চেতনা জাগিয়ে তুলি তাঁদের হৃদপিণ্ডে।
একশো নয়টি বাহু বিশিষ্ট ত্রিভূজের সমীকরণে তুচ্ছতা জানাই ভেঙে যাওয়া বেহিসেবি পথকে
এক নাম না জানা ঝড়ের রাজত্বে তছনছ হয়ে যায় সব
কেউ হিসাব রাখে না !  বিশ্ময়ে ক্ষতি হয় স্বপ্নের দেশ
আমি অক্টোপাস পুষি মনের গভীরে
অক্টোপাস আমার পরিচয়।


শীতঋতু আসলে ঝরে যায় জীর্ণ গাছের পাতা নগদ তিন ফোঁটা চোখের জলের বিনিময়ে নৌকা ডুবে যায় নদীর মাঝে
একফালি চাঁদ উঁকি দিয়ে বলে যায় হাতের রাশি গুলোর ভবিষ্যৎ
মানুষ কি হারিয়ে ফেলে তার চলার পথ !!
নাকি কাগজের টুকরো লিখে দেয় আগামী দিন !?


একটি চোট খাওয়া পাখির বেঁচে যাওয়া সময়ের ব্যবধানে
কয়েকটি শূন্যস্থান পূরণ হয়।
যে শূন্যস্থান হারিয়ে যায় গুপ্তচরের আস্তানায় তাঁদের শোষণের কথা কেউ বলে না !
সরু সরু পা'ওয়ালা মানুষেরা মাথার উপরের দেবতার স্থান পেয়ে যায়।


একটি অক্টোপাসের দেহ থেকে হারিয়ে যায় কয়েকটি হৃদপিণ্ড
মানুষেরও কি তাই ! নাকি বেহিসেবি রাজত্বে মানুষ সব তাসের গোলাম।
মৃত্যুঘুম উড়ে যায় দাসত্বের যন্ত্রণা থেকে
আমি সাধারণ ছাত্র থেকে লিখে চলি শব্দের গভীরতা লেখকের কলম দিয়ে।।


১০/০৮/২০২৩


© Copyright Reserved