চরম আর্তনাদে চূর্ণ-বিচ্ছিন্ন হৃদয়
আজি কাল হতে গলানো পর্বত
শিউলি ফোটা ভোরে যত আছে অবকাশ
সবই নিশেষে শেষ হলো বিষণ্ন আয়োজনে।


আয়োজন নয় মৃত্যুর নেপথ্যে নাচি
হৃদয় নিংড়ানো হতাশার ফুলগুচ্ছ
বিবেকের আগুনে ছারখার হলো
অগ্নিযুগের বিপ্লব শত নাবিক ও মৃত সব
শহরের পথে পথে লাশের পদচিহ্ন আঁকা।
কেউ নেই শূন্য প্রান্তর হাহাকার
মৃত্যুর গন্ধ চোখের কালি এক প্রজন্ম
বেড়ে উঠছে সবাই জরাগ্রস্ত আয়ুতে।


জ্বলন্ত ঋতু আঙ্গুলের ঘ্রাণ
চোট খাওয়া ফুলের সুবাস রাজ্য আক্রমণ
উষ্ণপ্রহার সর্বনাশ
আয়োজন নয় মৃত্যুর নেপথ্যে নাচি।
কাগজের পিপাসা যুদ্ধ
ঠিকানাহীন কয়েকটি হলুদ পাখির ডানা ভাঙা ঢেউ
সবই ভবিতব্য পিরামিড স্তূপ
স্পর্ধার বিপরীতে কাজ করে।


রচনাকাল - ১১ ই‌ মার্চ ২০২৩