কে তুমি আগুনের আঁখি
দ্বার খুলে এ দুয়ারে এসেছো সবে !
ভাঙা বুকে ছিটিয়েছো প্রেমের ফুল
মানুষ মানুষকে ছাড়া বাঁচে না
যতটা তুমি আছো দূর !


আকাশের সীমানা জানিনা নীল বেদনা বুঝি না
তুমি আছো তাই মেঘ আমি খুঁজি না ।
বৃষ্টিতে ভিজছে তোমার মন
আর আমার এ দুটি আঁখি বন্দী হয়েছে সেখানে।


ক্রমশ নিজেকে আরো ভালোবাসা
এ অনন্ত ভৈরব জানে কি আছে সেথা !
তুমি কি জানো নীরবে ব্যথার কত যন্ত্রণা ?
অভিমানে দূরে সরে যাওয়া যায়
তবে ভুলে থাকা যায় না কখনও


দিবসের মামলা বিবশের আর্তনাদ
তোমাকে কতটা জেনেছি ! কতটা বুঝেছি !
আমার অপরিচয়ের ঠিকানা তোমার বুকে আঁধার
বিনিদ্র রজনী তারা গুনে গুনে তোমাকে ভেবেছি
যা মিলিয়ে দেখলে কয়েকটি দীর্ঘ আলোক বর্ষের সমান।


তোমার ওই দুটি আগুনের আঁখি
হৃদয়ের বাতাসে উড়েছি অজানা পথে
হলুদ কাগজের নৌকার দুনিয়াই বসবাস
আর তোমাকে সেখানে ভালোবেসেছি চিরকাল।।