পৃথিবীর সুখে ভরা আলো নিয়ে
কি আর হইবে চেতনায়!
যা পেয়েছি  সে তো ঢের বেশি
আর কি চাহিতে পারি!
এই জীবন --- জন্ম, মৃত্যু,ক্ষয়
তবুও প্রেম,প্রীতি, ভালোবাসা
চরম সত্য তা ও সবকিছুই স্থির;
কেননা বিবেকের বারুদ বিস্ফোরণে
কখনো হয়েছে ছাই-এর পাহাড়।
আজ তাঁহারা চলে গেছে বহুদূরে
নিভে গেছে নক্ষত্রের আলো -
শুধুমাত্র জীবনকে অগ্রসর করতে গিয়ে
ডুবে গেছে কল্পনার জাহাজ'গুলো।
যাহা পেয়েছি তাহা দেখার নয়
আর কি বা চাহিবো জীবনের কাছে!
এক সময় তদুপরির মতো ছিল ভাবনার জগৎ
এখন সেখানে কীটপতঙ্গের জাদুঘর,
তফাতে তফাতে নীলাকাশ কালো
এ যেন তরাসের ক্ষণ
শহীদ হবো এ কে ৪৭এর বুলেটের আঘাতে
আমি চিরতরে দূরে চলে যাবো সেদিন
রুদ্ধ তলোয়ার সেদিন তমিস্ত্র হবে তর্পণ।।



         ১৪/১০/২০২১