এখানে কেউ আসেনি উন্নত সমাজ থেকে
টিকে থাকার লড়াইয়ে স্তব্ধ মৃত্যু রাশি
জ্ঞান শূন্য পাথরের খোলা চোখ আকাশে
ক্ষিপ্ত নগরী উচ্চ অট্টালিকা ধ্বংসপ্রাপ্ত ।
এখানে যারা এসেছিল শূন্য হাতে
তাঁরাই আজ মুক্তি লাভ করেছে অভাবে।


শূন্যের পথ রূপকথার মঙ্গল অভিযান
আমার অপরাধ শুধু নগণ্য
তুচ্ছ শ্রীবৃদ্ধি দেবতার চরণ ছুঁয়ে
সাফল্যের উপাধি পূজনীয়।
আমরা শ্রমিক শ্রেণীর মানুষ
দাঁত দিয়ে হাড় কেটে সভ্যতা শিখি
পথে-ঘাটে পড়ে থাকা কাগজের টুকরোতে।
আমাদের মনি অর্ডার নেই মাসে মাসে
আছে মনের ইচ্ছা দুপুরবেলার উড়ন্ত ঝড়ে
বিনামূল্যের কর্মচারীদের মহার্ঘে।


এখানে কেউ আসেনি খোঁজ নিতে
ভিক্ষা করেছি রাজপাত্রে  সংশয় ভরে
তবুও প্রার্থনা নেই সাদৃশ্যের মড়কে
টিকে রয়েছি হারিয়ে যাওয়া শিল্পীর জীবন্ত চিত্রে।।