দেখলে তোকে পায় না খুঁজে
দূরে গেলে পায়
ঠিক কে আমি ভুল করি না
ভুল কে করি ঠিক।



এখানে নির্জনে
তোকে খুঁজে যায় অন্ধ হয়ে,
সামনে গেলে হারিয়ে যায় বনে-
মন ছুঁয়ে যায় নীরব বেশে।


চোখের তারায় বেজে ওঠে
তোর কানের ঐ দুল,
আমি মেঘের দেশে চিঠি লিখে
দুঃখ পেতে শুয়।


আমি দুঃখ ছুঁয়ে হাসি আনি
চাঁদের দেশে হাত বাড়িয়ে,
শূন্য মরুর বালি থেকে
স্বপ্ন আঁকি জীবনে।



এখানে নির্জনে
বেলা চলে যায় সন্ধ্যা এসে,
নিশাচর প্রাণীর লাল চোখ
বদ্ধ ঘরের জানালা খোলে
হাজার বছর পর।


মূর্খ পত্র শব্দ খোঁজে
নীল পাহাড়ের গায়:-
হলুদ চিঠির পাতা তখন
হাওয়াই উড়ে যায়।



একদিকে ভোর হয়
পাখিরা সব জাগে -
অন্যদিকে অনেক মানুষ
নীরবে কেঁদে মরে;
এখানে নির্জনে-দু'জনে।


    ১৭/০৭/২১