অক্সিজেনের মতো এ জীবনের জয়গান
হাতে গোনা কয়েকটি মুহূর্ত ছাড়া কিছু নয় এ জীবন।
মানুষের হৃৎপিন্ড কাপছে অবিরত - শুধু মৃত্যু ভয় ছাড়া কিছু নয়।
মানুষের মতো অমানুষ বর্বর জাতি ঘুম শাস্ত্র সবই টিকে আছে এই পৃথিবীতে।
অন্ধকার রাতির মুহূর্তগুলো খুবই বন্দীদশার মতো
প্রজাপতি থেকে শুয়োপোকার জীবন কাতরাচ্ছে এভাবেই অজস্র জন্ম ধরে।


স্বপ্নদেখা ভুল পথ ধরে এগোলেই বিপদ তবুও বিপ্লব আসতে পারে নতুন বিপক্ষে আন্দোলন গড়ে তুলে।
মৃত্যুর হাত ধরে এগিয়ে গেছে যারা তাঁদের মধ্যে প্রতিদিন প্রতিযোগিতা চলে টিকে থাকার জন্য।
অক্সিজেনের মতো সমস্ত কিছু বেঁচে থাকা চিরসংগ্রাম মানুষ অবিরত অমানুষ হয় মানুষের সূএ ধরেই।


আমি কোনদিন কিছু ভুলতে গিয়ে দেখি দরজার সামনে অদ্ভুত ভাবনা দাঁড়িয়ে যুদ্ধ করে স্বাধীন মানচিত্রের মতো।