একটি বিশ্বযুদ্ধে কবিতা এই বিবশ রাত্রির বুকে কাতরাচ্ছে অবহেলায় অযত্নে ফেলে রেখে।
কেউ তুলে নেওয়ার মতো হাত আজও সৃষ্টি হয়নি !
সৃষ্টি হয়নি বলেই অজস্র জন্ম ধরে আমি স্বপ্নের আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছি অবিরত ক্রমাগত।
কোথাও কেউ কারো জন্যে থেমে থাকে না
এখন পৃথিবীর শব্দ অন্যরকম ভাবনার আগুন জ্বালায় মানুষের হৃদপিন্ডের ভিতর একশো শতাংশ খাঁটি বেদনার পুনর্জন্মে নীলচে পাহাড় সমান বেদনা থাকে। থার্মোমিটারে শরীরের জ্বর মাপলে হয়তো ১০২ডিগ্রী অথচ হৃদয়ের ভিতর যে গাছটি ভালোবাসার ঝড়ে ভেঙে গেছে তা ১৯ডিগ্রী কোণ করে।