একটি ছেঁড়া পাতা সুদীর্ঘ রজনী পেরিয়ে আসলো
মনের ভিতর থেকে একশো বছর পর।
দেখলাম সেই ছেঁড়া পাতাটিকে বুঝলাম সে আসলে মহাসমুদ্রের জল খেয়ে বেঁচে ছিল এতদিন।
কিছু কিছু ক্ষেত্রে এই পৃথিবীর অনেক কিছুই অজানা
সমস্ত মানুষের চলার শব্ধ এমনকি পথও অজানা।
মানুষের ভালোবাসা আলাদা পশু পাখির ভালোবাসা আলাদা।
একমাত্র মিল একটাই মরণ ছাড়া কিছু না।


একটি নীল চোখের যুবতী মেয়ে জানে না তার দুঃখ!
একটি ছেলেও জানেনা ভালোবাসার মানে কিংবা আগলে রাখার মন্ত্র !
একশো চল্লিশ কোটির ভারতবর্ষের মানুষের যদি এক বিন্দু করেও চোখের জল ঝরে তবে তা সুদীর্ঘ রজনীকে একা জাপ্টে ধরে ভিজিয়ে দিতে পারবে আমাকে !