একটি দিনের মতো এ জীবন
হতাশার ফুলগুচ্ছ ফোটে হৃদয়ের গভীরে
কাঠফাটা রোদ বুকে মেপে জড়িয়ে থাকে স্মৃতির পাতা ভালোবাসা।
কখনো হারিয়ে যাওয়া পথের বাঁকে আবার কখনও মুখোমুখি দাঁড়িয়ে হয়নি পরিচয় !
মানুষের কথা ভেবে ফিরে আসি বারে বারে ব্যর্থ নাবিক হয়ে , চোখ ভিজে দুহাতে বন্যা নামে।


এই তো বেঁচে থাকা ফুলের মতো
কখনো সুন্দর ভাবে ফুটে থাকতে হয় ডালে ডালে
আবার কখনো মানুষের প্রয়োজনে তা তুলে নেয়
যেমন ভাবে তোলা হয় কয়লা তেমন।