একটি দুঃখের দিন আসে নেমে কবিতাতে
উষ্ণ দিনের প্রহরে হৃদয় প্রসারিত করে।
যেখানে পাথর বয়ে চলে নদীর স্রোতের টানে
গাছে গাছে নতুন পল্লবের জন্ম হয়েছে বিবশ রাতে
তবুও চলার পথে বিদ্ধ হয়ে বেড়ে উঠছি যুক্তিহীন অভাবে।


একটি দুঃখের দিন আসে নেমে দহনের দিন বেড়ে।
ওঠা নামা করছে কত অপেক্ষার মুখ
ফিরিয়ে দিতে পারিনা তাঁকে
তবুও মেয়ে জানে তাঁর বুকে দুঃখ পেতে শুই।
আকাশের মেঘ শূন্য হৃদয়ে ভাসে
গ্রীষ্মের দিনে কিছু বৃষ্টিকে তোমার চোখ থেকে ছিনিয়ে এনে ভিজেছি এই শহরে।
মনে পড়ে - কিছু মনে পড়ে না তোমায় !
চোখে বিপ্লব আনতে দেখেছি নীল চাতক পাখির ঠোঁটে মাছরাঙা চুমুর মতো।
তবুও তাঁর চোখে কত রাত জাগা প্রহর গুনেছি
যেগুলো আমার নিজস্ব ছেড়ে যাওয়ার বাহানার মতো কর্কট।
একটি দুঃখের দিন আসে নেমে আমার বুকে
বেলি ফুলের মালা দুঃখ ছুঁয়ে ছুঁয়ে।।