একটি কবিতার জন্মসূত্র এ জীবন
হতাশার চেয়েও ভয়ঙ্কর আর্তনাদ মানুষের কাছ থেকে দূরে সরে যায় অভিমান বুকে করে নিয়ে।
এইতো সংগ্রাম আমাদের নিজেদের বিরুদ্ধে
শূন্য পথে পথিক এক নিমন্নী।


একটি কবিতার জন্য এই বেঁচে থাকা বিলাসিতা
পর পর সারি দেওয়া গাছেদের শিকড়ের টানে হৃদপিন্ড ছুঁয়ে যায় চেতনার অগ্রগামী চোখ।