একটি কবিতার মতো করে সাজাতে চাই জীবন
যেমন ভাবে সাজানো হয় ফুলের পাপড়ি তেমন।
কয়েকটি লাল সবুজের অনুভব আকাশ ছোঁয়া স্বপ্নের রাতের মায়াজাল ছিন্ন করে আমি এসেছি এই পৃথিবীর অভিনীত পরাজিত বীজের খোঁজে !!
মানুষের চামড়া দিয়ে ঢাকা শহরের রাস্তা আর দূর সীমানায় বাতিঘর।
মনে হয় লক্ষ কোটি ক্রোড়পএ উপন্যাসের নায়িকাকে দিয়েছিলাম ভালোবেসে শুধুই ভালোবেসে।


নাম জানা সব অপরাধীর অপরাধ নেই আর
প্রিয়জন হারিয়ে যাওয়ার বেদনা থাকে না তাদের
আগুনের ভিতরেও আগুন
বাহিরে আকাশ বুক চিরে রক্তের প্রণালীতে জীবন যাপন করে তাঁরা।


এই সব দিন রাত্রি যাপনের উদ্দেশ্যে চলে যাওয়া
আর আপন মনে দুঃখের বিষয় মিথ্যা মামলায় জড়িয়ে রাখা।
জানিনা রঙের ভিতরে কোনো রঙের ছোঁয়া থাকে কি না তবুও এই পৃথিবীর অনেক বিপরীতে অভিনয় করছেন বহু লোক আমি তাঁদের লক্ষ কোটি ক্রোশ দূরে সরিয়ে দিয়েছি।।