একটি কবিতার নাম রাখতে গিয়ে
অসুস্থ হয়েছে হৃদয় জোৎস্না আলোকিত পথে।
প্রতিদিন জীবনটা অন্যরকম লাগে
নদীর নাম নদী মরুর নাম মরু তবু জীবনের নাম জীবন নয়!
অনেক হতাশা অনেক বেদনা অনেক সুখ দুঃখ এখানে
একটি কবিতার নাম রাখতে গিয়ে
নাম খুঁজে পায়নি শব্দের জোয়ারে !


কয়েকটি বসন্ত আঙুল বেয়ে নেমে গেল
কয়েকটি মানুষ তাদের গন্তব্যে পৌঁছে গেল
কিন্তু আমি দেখলাম মাথার উপর একটি ঈগল ঝড় বৃষ্টি বিদ্যুতের জন্য অপেক্ষা করছে....
জীবন ও কি এমন ভাবে অপেক্ষা করে !!


শহরের পথে কয়েকটি বৃষ্টিতে ভিজে
বৃষ্টির প্রতি ঘৃণা ধরে গেছে,কিন্তু
এই বৃষ্টি গ্রামগঞ্জে কত প্রিয় লাগে।


উদাসীন পথের পথিক হারিয়ে যায় শহর থেকে
কোনো উৎসব কোনো আয়োজন ছাড়াই
হাততালি দেওয়ার মত মানুষ জোটে না
কিন্তু কয়েকটি চঞ্চল কীট রক্তের খোঁজে
সবুজ ঘাসের ওপর দিয়ে চলে যায় সমুদ্র স্নান সেরে।।