কবিতা - একটি নীল রঙের প্রজাপতি
লেখক - অভিজিৎ হালদার
তারিখ- ১৯শে জুন ২০২৩


**********************************************
একটি নীল রঙের প্রজাপতি অতর্কিতে উপস্থিত
আমার নীল ডায়েরির সাদা পাতা'তে
ডায়েরির আগে ও পরের পাতায় গান লেখা
একটি লাল একটি সবুজ ও একটি গোলাপি রঙের কালিতে ;-
যেমনটা আঘাত পেলে প্রজাপতির ডানা খসে যায় ঠিক তেমনটি চোট পায়নি নীল প্রজাপতিটি !! আকাশের দিকে তাকিয়ে অনেক চেষ্টার পর মেঘের কথা জানছি
তখনও পূর্ব দিকে সূর্য উদয় হতে অনেক দেরি।


নীল প্রজাপতির মতো চোখের চঞ্চল গতি
ব্যগ্রতা জানিয়ে কোনো লাভ নেই !
পাহাড়ের গা বেয়ে তখন নেমে আসছে কোনো পাহাড়ি নদী
দূরে কোথাও কেউ আড়ি পেতে বসে আছে
হাঁটু জলে মাছ ধরবে বলে !
কেননা নীল প্রজাপতির ডানা বৃষ্টির পূর্বাভাস জানিয়ে
কোথায় যেন পালিয়ে গেল নীল ক্ষেত্র প্রান্তরের ভিতর
মানুষের চলার পথ ধরে।


একটি নীল রঙের প্রজাপতির কাহিনী
অতি অল্প চিরস্থায়ী বেদনা আর্দ্রতা জ্বর
হৃদয়ের দেওয়ালে যুদ্ধের মানচিত্র টাঙিয়ে
পরাজয়  কাপুরুষতা দিয়ে গেল আমারে।।