কতটা রাত এভাবে তথাকথিত চলে যায়
একটি হেঁটে যাওয়া মুহূর্তের মত একা
পথের মোড়ে দেবদারু গাছের দীর্ঘ রহস্য
পোড়া কাঠ চোখে ভয় নিয়ে।


হৃদয়ের শব্দ শোনা যায়
আপনারা কানপেতে শুনুন, শুনতে পাবেন ততর্কিতে।


বিরাট আদি মানবের সম্মুখে
আমার নখতা সূত্র অবলম্বন
পূর্বের আগত ঝড়ের থেকে কম ধ্বংসকারী
নৈকট্য বিসর্জনের নিয়মে ব্যগ্র।


আকাশের শূন্য শহর ময়দানে
যুগ বহুযুগ যুদ্ধকারী সৈনিক আমি
গায়ে রক্ত হাতে রক্ত রাইফেল ভরা
একটি মৃত্যুর পথে হেঁটে যাওয়া নাগরিক।