আমাদের গ্রামের পোড়া বাড়িটি
সে বড় অপ্রকাশিত কাহিনী ---
যা ঘটেছিল অতীতে , কিছুটা এক্ষুণি
শব্দের মতো চেয়ে চেয়ে খুবই ছোট মানুষ
আমরা-তোমরা ; বাতাসের কানে বিদ্যুৎ গতি
মেঘ ছুটলো আকাশের পানে
কেউ কাউকে নির্বাসন দিও বনে বাঁদাড়ে


এ আমাদের গ্রামের পোড়া বাড়িটির কাহিনী।



একটি হলুদ চিঠি লিখছি বসে
আজ তাতে আমাদের গ্রামের পোড়া বাড়িটির কাহিনী
পাথরের মতো শব্দ
নদীর মতো স্রোতে ভেসে গেল হৃদয়ের ঋণ
সন্ধ্যা নামলে ঘরে ফিরলো বাড়ির কেউ !
চিনি গো দাদা আপনাকে এটুকুই সম্বল
প্রণাম নিও হয়ে গেল দেরি।



আমাদের গ্রামের পোড়া বাড়িটি
গলি থেকে সামান্য দুই মিনিটের পথ
মনে হয় কত শিশুর শৈশব এখানে খেলা করে
কত শিশুর আজকাল......