আমার নিষিদ্ধ শহরে বৃষ্টি নামে দুঃখের জোয়ারে
মৃত্যুর উপত্যাকায় দাঁড়িয়ে আছে আমার অতীত।
এই দেশকে আমি নিজের মতো করতে চেয়েছিলাম
কিন্তু মানুষের মনে অজানা বেদনার আগুনে জ্বলে পুড়ে ছারখার।
চোখে পদ্মফুল ফোটে হৃদয়ের কথা দিয়ে
কেউ কথা রাখে না অজস্র কাহিনীর বিপরীত অধ্যায়ে। আমি দুঃখের আগুনে বিসর্জন দিই ভালোবাসার স্বপ্নগুলো। প্রান্তরের ঘাসে নবপ্রজন্মের সাদা শক্তি পড়ে থাকে প্রেমিক-প্রেমিকাদের।
তাঁরাও উপযুক্ত অবস্থা পেলে বেড়ে উঠতো এই পৃথিবীতে সেই মানুষের ঘরে
কিন্তু এমনটি হয় না সমস্ত কিছুর হারিয়ে যায় নিখোঁজের অভিযোগে।


আমার নিষিদ্ধ শহরে বৃষ্টি নামে বুকের ব্যথা গলিয়ে
না পাওয়া হাহাকারের চিবুক ছুঁয়ে অজুহাত নিয়মে।
অক্সিজেন - কার্বনের পরিমাণ বাড়িয়ে নিঃশ্বাস প্রশ্বাসের নালী বেয়ে দূরে যায় অজানা অসুখ চৈতন্য চেতনা পরশে।
কারো হৃদয় পুড়ে যায় ভালোবাসার সোডিয়ামে
আবার কারো হৃদয় পরিপূর্ণ ভালোবাসার পরশে।



রাতের তারা জানেনা ভালোবাসার গল্প
বৃষ্টি এসে ধুয়ে দেয় নীল চিঠির প্রেমগুলো
আমার নিষিদ্ধ নগরীতে।।