আমি ফিরে ফিরে আসি দুরন্ত বালক হয়ে
অভিমানে অভিযোগে হৃদপিন্ড সংকটে।
কতটা দূরত্ব কতটা একা পথ চলা জানি না
দীর্ঘ বিরতির পর আবারো ফিরে এসেছি জীবনের পথে।


নতুনের পথে অনন্ত ছুঁয়ে যায় প্রেম
চোখ থেকে ধুয়ে যায় ফেলেনস্তিন অভিমান
আমি নীরব শামুকের বুকে দেখেছি স্বপ্ন অঢেল
মৃত জোনাকির পাখনা থেকে বেরিয়ে এসেছে অসংখ্য রাত্রি।
কেউ কথা রাখেনি বাইশ বছর
দিনে দিনে সময় গেছে পেরিয়ে।


চোরা বালির আর্তনাদ আছে
বিবেক নেই মন ছুঁয়ে যাওয়ার
মৃত্যুর চোখে জীবন বড়
জন্মের চোখে মৃত্যু বড়।
একটি একটি নীলচে পাহাড়ের মতো জীবনের প্রথম সূর্য দীঘল কালো চুলের সুরভী
মুঠো ভরে যায় স্মৃতির স্বপ্নদীঘল।


আমি ফিরে ফিরে আসি দুরন্ত বালক হয়ে
অভিমানে অভিযোগে প্রেমের দিগন্তে।
কতটা দূরত্ব চাই - মুছে যাওয়া আত্মসংভ্রের ডুবন্ত চোখের নিচে।।