আছে রাত্রি এখন অনেক অজানা
নিয়মের নীল দিগন্ত  জুড়ে বিদ্রোহ নামে বুকের গভীরে সাগরের চতুর সুদর্শনা বিপ্লবী হয়ে।
এক পৃথিবী বেঁচে থাকার আর্শি নিয়ে আশীর্বাদ নিয়ম মাখিয়ে রাখি সভ্যতাতে
পৃথিবীর সমস্ত বন্দরের নোঙরে বিদ্ধ করে।
কেউ আসেনি মনে হয় ভুল বোঝার অমৃত সুধা পান করে
অজস্র জন্ম জ্বলছি ভয়ানক ভয়ের বন্যার জোয়ারে।