আসে রাত্রি নামহীন বেদনার পুনর্জন্মে
নীল ভালোবাসা সাগর হারিয়ে যাওয়া এক অভিলাষ চরিতার্থ হৃদয়ে
কেউ কি বলতে পারে হাহুতাশের কাহিনী কত চঞ্চল!
রাত্রির নিকটে বুক পেতে শোনো যায় কেউ আসছে
আদেও কি কেউ আসে! না আসে না কখনো!!
অতীত হারিয়ে যায়, মিলিয়ে যায় সভ্যতা
প্রজাপতির ডানার রঙ পাল্টে যায়
পাল্টে যায় সমস্ত কাছের চেনা মানুষগুলো।
আর পাল্টে যায় বলেই এত সব ভাবনা
সময় ফুরিয়ে যায় বকুলের ফুলের গন্ধ শুঁকে।
আসে রাত্রি নামহীন
আসে রাত্রি অদ্ভুত সুন্দর
নির্মল মনের ভিতর অভিব্যক্তির অভিযোগ জড় হয় পাহাড় সমান
লেখার অধিকার হারিয়ে যায় লেখকের কলম থেকে
বিষাক্ত কালি আর নির্লিপ্ত কীটের দল রক্ত চুষে চুষে খায় আমার বুক থেকে।